আবার ধর্মান্তকরণ

অশিক্ষা ও দরিদ্র ভারতবাসীর এই কি নিয়তি?

ধৃমল দত্তঃ হুগলির মগরাহাটের বিভিন্ন এলাকায় দারিদ্র্য ও অশিক্ষার সুযোগ নিয়ে আদিবাসীদের ধর্মান্তরিত করার মারাত্মক অভিযোগ উঠেছে। এই নিয়ে তুলাকালাম এলাকায়। বুধবার একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে মগরাহাটের বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। হিন্দু সংগঠন ওম্কারনাথ মিশনের পক্ষ থেকে কান্ঞ্চন নন্দীর অভিযোগ, তাঁরা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছেন নির্বিচারে ও বিনা বাধায় একপ্রকার ফুসলিয়ে গরীব আদিবাসী হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে।

তাঁর অভিযোগ হুগলির মগরা, ব্যান্ডেল, বলাগড়, দিগসুই সহ বিস্তীর্ন অঞ্চলে এই জাল বিস্তার করা হয়েছে। সংগঠনের অভিযোগ টাকা, চাকরি ও গৃহনির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দিয়ে এদের প্রলোভিত করা হচ্ছে। কান্ঞ্চন বাবু বলেছেন এটা তাঁরা প্রতিকী প্রতিবাদ জানালেন এবং এই ধর্মান্তরিত করার চক্রকে নিস্ক্রিয় করতে ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদি কর্মসূচি নেওয়া হবে। মগরা থানা থেকে বিডিও কার্যালয় পর্যন্ত হরি নাম সংকীর্তন নিয়ে রাস্তায় হেঁটেছেন সংগঠনের নামকারীরা।

রাস্তায় বিলি করা হয়েছ সনাতন ধর্মের ইতিহাস ও ঐতিহ্যের বই। ওম্কারনাথ দেব জীর গুরু দাশরথী দেবের এর স্মৃতি বিজরিত গ্রাম দিগসুইএ এমন ধর্মান্তরিত করনের ১৫ টি ঘটনা পাওয়া গেছে বিগত কয়েকমাস বলে জানা গেছে। এলাকার মানুষের অভিযোগ খুবই দরিদ্র মানুষের বাস দিগসুই এ এবং নানান সুযোগ সুবিধা বঞ্চিত আদিবাসী মানুষকেই মুলত টার্গেট করা হচ্ছে।  তবে হিন্দু সংগঠনটির প্রতিবাদে এই চক্রটি কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে বলে মনে করছেন স্থানীয় মানুষ জন। স্থানীয় লোকজন বলেছেন বাইরে থেকে বেশকিছু অচেনা  মানুষের আনাগোনা আছে গ্রামে। তবে অতি সন্তর্পণে এই চক্র কাজ করছে এমনি অভিযোগ উঠেছে।  প্রশাসন এই বিষয়টি দেখবে বলে আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

Related posts

Leave a Comment