বারুদঠাসা ব্যারাকপুরের নগরপাল হলেন অজয় ঠাকুর

বারুদঠাসা ব্যারাকপুরকে ঠান্ডা করতেই কি মনোজ ভার্মার বদলে পুলিশ কমিশনার সাহসি আইপিএস অজয় ঠাকুর ধৃতরাষ্ট্র দত্ত: ব্যারাকপুরের চারপাশটা অন্ধকার হয়ে রয়েছে। বারুদের গন্ধে ভরপুর । একের পর এক হাড়হিম করা খুনের ঘটনা ঘটে চলেছে। সর্বত্র শুধু ভয় আর আতঙ্ক। আশঙ্কার কালো মেঘ যেন ব্যারাকপুরের নাগরিকদের মাথার ওপর দিয়ে যাতায়াত করছে।সেই কালো সময়ের প্রতিধ্বনিতেই পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মাকে বদলি করে নতুন নগরপাল করা হলো সাহসি আইপিএস অজয় ঠাকুরকে। অন্ধকারের মধ্যে আলো দেখতে চাওয়া মানুষের চিরকালের স্বভাব। দুর্দিনের মধ্যে সুদিনের আশা করা মানুষের আজীবনের অভ্যেস। তাই ব্যারাকপুরের…

Read More