বিশেষ মানুষ, বিশিষ্ট নাগরিকের অনন্তযাত্রায় আমাদের আনত শ্রদ্ধা চোখের দেখা সকলেরই থাকে। দেখার চোখ সকলের থাকে না। সে-চোখ যে নিয়ে আসে, সে নিয়ে আসে। সেই মেধা, সেই মনন, সেই বোধ, সেই প্রতিভা যে নিয়ে আসে, সে নিয়ে আসে। নইলে হয় না। তেমনই একজন মানুষ ছিলেন শ্রী কেশরী নাথ ত্রিপাঠী। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এমনই একজন আদর্শবান রাজনীতিক ছিলেন। তাঁর দেখার চোখের মধ্য দিয়ে অগনিত মানুষ জীবন দেখেছেন, ভালবাসা চিনেছেন, যাপন বুঝেছেন।
তাঁর প্রয়াণে ‘আদর্শ তিতুমীর পত্রিকা’ গভীর শোক প্রকাশ করছে। তিনি আজ সকালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৮ বছর। কেশরীনাথ ত্রিপাঠী ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন। সেই সময় থেকেই আদর্শ তিতুমীর পত্রিকা’র সঙ্গে তাঁর গভীর ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। তিনি ওই সময়েই আদর্শ তিতুমীর পত্রিকা’র ওয়েব পোর্টাল লাইভ তিতুমীর-এর উদ্বোধন করেন রাজভবনে।

তিনি বিহার, মিজোরাম ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব পালন করেন। শ্রীত্রিপাঠী উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার ও ওই রাজ্যের মন্ত্রী ছিলেন। সুপণ্ডিত কেশরীনাথ ত্রিপাঠী বহু গ্রন্থ রচনা করেন। আমাদের রাজ্যে তাঁর সময়কালের স্মৃতি রাজ্যবাসীর হৃদয়ে অমলিন থাকবে চিরকাল। আদর্শ তিতুমীর পত্রিকা’র সঙ্গে তাঁর বিশেষ আন্তরিক ও হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
আদর্শ তিতুমীর পত্রিকা’র পক্ষ থেকে কেশরীনাথ ত্রিপাঠীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
সম্পাদক,
আদর্শ তিতুমীর পত্রিকা