নিরুপায় মানুষের পুলিশ-বন্ধুর বিদায়ে ক্রন্দনরত কল্যাণী

গৌরাঙ্গ সাধুঃ নদীয়ার রানাঘাট জেলা পুলিশের কল্যাণী থানার ইন্সপেক্টর ইনচার্জ মহাইমেনুল হক শুধুমাত্র তথাকথিত পুলিশই নন, তিনি একজন সমাজ-সংস্কারক ও নিরুপায় মানুষের পরম বন্ধুও বটে। কল্যাণীর আত্ম ক্রন্দনরত মানুষকে সাড়ে তিন বছর গভীর মমতায় পুলিশি পরিষেবা দিলেন তিনি।

আদর্শহীন সুবিধাবাদী পুলিশি যাপনের বিপ্রতীপে হেঁটে কল্যাণীর মানুষের পরম বন্ধু হয়ে উঠলেন মেরুদন্ডী এই সমাজ-সংস্কারক পুলিশ-বন্ধু মহাইমেনুল হক। করোনা আবহের এই কঠিন পরিস্থিতিতে কল্যাণীর প্রতিটি নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়ে ত্রাতার ভূমিকা পালন করেছেন তিনি। ইন্সপেক্টর ইনচার্জ মহাইমেনুল হক এর উদ্যোগে নিরন্ন মানুষকে মধ্যহ্নভোজ, সেইসঙ্গে মাক্স-স্যানিটাইজার প্রচুর পরিমাণে বিতরণ করে, কল্যাণীর সহায়-সম্বলহীন মানুষের হৃদয় জয় করে নিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এই সৎ নিষ্ঠাবান ইন্সপেক্টর ইনচার্জ মহাইমেনুল হকের সমাজ সংস্কারের কথা জেনে একটি পুলিশ প্রজন্ম অনুপ্রাণিত হতে পারে। একজন প্রকৃত সমাজ-সংস্কারক পুলিশ-বন্ধু মহাইমেনুল হক যার বেতনের বেশিরভাগটাই চলে যায় কল্যাণীর সুবিধাবঞ্চিত মানুষের সেবায়। দরিদ্র মানুষের সেবায় কোনোদিন পিছিয়ে আসেনি মহাইমেনুল হক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যার কোনোদিন পা কাঁপেনি, ভয়ে গলার স্বর কখনোও কমে যায়নি অন্যায়ের প্রতিবাদে। কল্যাণীর দুষ্কৃতীদের অপরাধমূলক কাজের একমাত্র পথের বাধা হয়ে উঠেছিলেন কল্যাণীর ইন্সপেক্টর ইনচার্জ মহাইমেনুল হক।

পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশ মেনে নিজের আদর্শের মধ্যে দিয়ে কল্যাণীর সাম্প্রদায়িক সম্প্রীতি এই সাড়ে তিন বছর অটুট রেখে ছিলেন ইন্সপেক্টর ইনচার্জ মহাইমেনুল হক। সাড়ে তিন বছর কল্যাণী থানায় পুলিশের আমূল বদলে দিয়েছিলেন তিনি। কল্যাণীর সাধারণ মানুষের কাছে পুলিশকে করে তুলেছিলেন “বন্ধু”।

এহেন কর্মবীর ইন্সপেক্টর ইনচার্জ মহাইমেনুল হকের বদলির নির্দেশ এসেছে। যে বদলির খবর জেনে, কল্যাণীর দরিদ্র সাধারণ মানুষের চোখ ঝাপসা হয়ে আসছে। কল্যাণীর মানুষ কিছুতেই তাকে ছাড়তে চায় না। কিন্তু পুলিশের চাকরিতে বদলির দস্তুর রয়েছে, তাই মহাইমেনুল হকের বদলি হওয়া স্বাভাবিক। এই সাড়ে তিন বছরে মহাইমেনুল হক কল্যাণীর মানুষের হৃদয়ে আদর্শবান “পুলিশ-বন্ধুর” দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহাইমেনুল হক, তার দক্ষতার আরও দৃষ্টান্ত স্থাপন করতে এবার আসছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। মহাইমেনুল হকের স্থলাভিষেক হয়েছেন রায়গঞ্জের দক্ষ অফিসার মলয় মজুমদার।।

Related posts

Leave a Comment