আত্মকেন্দ্রিক সমাজে মৃত্যুপথযাত্রীকে বাঁচিয়ে নতুন দিশা দিলেন কল্যাণী জিআরপির ওসি

গৌরাঙ্গ সাধুঃ অন্যদিনের তুলনায় আজ সকালে কল্যাণী সীমান্ত রেলস্টেশনে যাত্রীদের ভিড়টা একটু বেশি। সকাল ন’টা কুড়ির ডাউন শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্ত স্টেশন থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে স্টেশনের বিপরীত দিক থেকে ট্রেনের নিচে ঝাঁপ দেয় এক যুবক। চলন্ত ট্রেনের চাকায় ডান হাতের, কাঁধের কাছ থেকে ডান হাতটি কেটে আলাদা হয়ে যায় ওই যুবকের। রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পরে কাতরাতে থাকে ওই যুবক। এমন মর্মান্তিক ঘটনা দেখেও মৃত্যুপথযাত্রী ওই যুবককে বাঁচাতে এগিয়ে আসেনি কোনো রেলযাত্রী। কেউ সিগারেটের রিং, কেউবা পানের পিক ফেলতে ফেলতে নিজেদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়, কেউ ফিরেও তাকায় না ওই অসহায় মানুষটির দিকে।

স্টেশন মাস্টার কর্তৃক এই মর্মান্তিক ঘটনার খবর পৌছে যায় কল্যাণী জিআরপি থানার ওসি মুকুল চ্যাটার্জির কাছে। ঘটনার খবর পাওয়া মাত্রই কল্যাণী জিআরপির ওসি সাব-ইন্সপেক্টর মুকুল চ্যাটার্জী এক সহকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেন। কিন্তু ততক্ষণে আরেকটি আপ কল্যাণী সীমান্ত লোকালের খবর হয়। আপ কল্যাণী সীমান্ত লোকাল যদি কল্যাণী সীমান্ত স্টেশন পর্যন্ত পৌঁছে যায়, তাহলে রেললাইনে পড়ে থাকা হাত কাটা ওই যুবকের মৃত্যু নিশ্চিত ছিল। ট্রেনের খবর হওয়া মাত্রই মোটর বাইক চালিয়ে অতি দ্রুত ট্রেনের আগে ঘটনাস্থলে উপস্থিত হয় মুকুলবাবু। ওই নিশ্চিত মৃত্যু পথযাত্রী যুবককে উদ্ধার করে, কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করে।

কল্যাণী জিআরপি থানার ওসি মুকুল চ্যাটার্জী

পুলিশ সূত্রে জানা যায়, গুরুতর আহত ওই যুবকের নাম সৌমেন দাস(৪০) বাড়ি কল্যাণী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাঝেরচর গ্রামে। এদিন পারিবারিক অশান্তির জেরে রেললাইনে আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছিলেন আহত সৌমেন দাস। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে সৌমেন দাস। এ যাত্রাতেও রক্ষা পেল কল্যাণী জিআরপির ওসির মহানুভবতায়।

সৌমেন দাস(৪০)

আত্মকেন্দ্রিক সমাজে সহনাগরিককে নিশ্চিত মৃত্যুর মুখে দেখেও, নিজস্ব গন্তব্যস্থলে চলে যায় ঘটনাস্থলে উপস্থিত অন্য সহ নাগরিকরা। সেখানে কল্যাণী জিআরপি থানার ওসি সাব-ইন্সপেক্টর মুকুল চ্যাটার্জী অন্যদের মতন আত্মকেন্দ্রিক না হয়ে মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে এক নতুন দিশা দিলেন।

বাঙালি কি এতটাই বিচ্ছিন্ন❓❓

এমন বিচ্ছিন্ন বাঙালিকে আগে কখনো দেখা যায়নি। ইদানিং অধিকাংশ নাগরিকই যেন আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। কল্যাণী জিআরপির ওসি সাব-ইন্সপেক্টর মুকুল চ্যাটার্জী ওই অসহায় যুবককে বাঁচিয়ে প্রমাণ দিলেন এখনও সবাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েনি। অন্ধকারের মধ্যে এক টুকরো আলোর দিশা দিলেন কল্যাণী জিআরপি ওসি মুকুল চ্যাটার্জী হয়ে উঠলেন কল্যাণী জিআরপির মানবিক মুখ।।

Related posts

Leave a Comment