ধৃতরাষ্ট্র দত্তঃ প্রসাশনের চরম উদাসীনতায় টিটাগড় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকনগরে মান্ধাতা আমলের পুকুর ভরাট চলছে রমরমিয়ে। পুকুর ভরাটের অভিযোগ উঠেছে ওই এলাকার মুদি দোকানি তুষার বিশ্বাস ও কাপড় ব্যবসায়ী তড়িৎ বিশ্বাসের বিরুদ্ধে। ওই দুই ব্যাক্তি প্রথমে সিইএসসির অধিকৃত প্রায় ২০ ফুট চওড়া ও ১৫০ ফুট লম্বা জমি ইটের পাচিল দিয়ে ঘিরে দখল করে। এরপরেই লোকচক্ষুর অন্তরালে পুকুর ভরাট শুরু করে।

জেসিবি দিয়ে মাটি ফেলে পুকুর বোঝাই করছে। ইতিমধ্যেই ৭০ শতাংশ ভরাট করা হয়ে গিয়েছে। বিবেকনগরের সীমান্তবর্তী ক্রীড়াঙ্গন ক্লাবের নিকটেই মান্ধাতা আমলের জলাশয়টি। এলাকার মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। কারণ, ওই মান্ধাতা আমলের জলাশয়টি ভরাট করার পিছনে এলাকার কেষ্ট-বিষ্টুদের ইন্ধন রয়েছে।

জলাশয়টির আশেপাশেই লেঠেল বাহিনী রাখা হয়েছে নজরদারি চালানোর জন্য। ওই মান্ধাতা আমলের জলাশয়টি ভরাট হচ্ছে প্রশাসনের নাকের ডগায়, তবুও নীরব প্রশাসন। তবে ওই এলাকার নাগরিকদের মধ্যে, মান্ধাতা আমলের জলাশয়টি ভরাট নিয়ে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে।।
