খবরে ভূমিকম্পন, খড়গ্রামের বাতিল মিউটেশনে জমি ফিরে পেলেন প্রকৃত মালিক

সৌভিক ব্যানার্জীঃ খড়্গ্রাম বিএলআরও অফিসে জালিয়াতির মাধ্যমে জমি মিউটেশনের খবর প্রকাশিত হয়েছিলো আদর্শ তিতুমীর পত্রিকা’য়। আর তারপরেই নড়েচড়ে বসলো প্রশাসন। খবরের জেরে খড়্গ্রামের বিএলআরও অফিসে শুরু হয়ে যায় ভূমিকম্পন। সূত্রের খবর, জালিয়াতির মাধ্যমে হওয়া প্রতিটি মিউটেশন বাতিল করে সকল সম্পত্তি পুনরায় কমলাবালা দেবীর নামে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। এব্যাপারে খড়্গ্রাম বিএলআরও নিজেও উদ্যোগী হয়েছেন।

কিন্তু এরপরেও প্রশ্ন উঠছে, জালিয়াতির ঘটনায় এফআইআর দায়ের করেননি কেন বিএলআরও? কাকে আড়াল করতে চাইছেন তিনি? আইনজীবীরা বলছেন, যে অভিযোগ উঠছে, তাতে অনায়াসেই IPC 468/420/406/120B ধারায় এফআইআর হওয়া উচিত অভিযুক্তদের বিরুদ্ধে। পাশাপাশি সংশ্লিষ্ট রেভিনিউ অফিসারের বিরুদ্ধেও IPC 409/166/119/107 ধারায় FIR হওয়ার কথা। পাশাপাশি রেভিনিউ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হওয়া উচিত অবিলম্বে। তাহলে কি এই চক্রকেই আড়াল করতে চাইছেন বিএলআরও?

অন্যদিকে অভিযোগকারীদের তরফে জানানো হয়েছে, তারা আপাতত খুশি সম্পত্তিগুলো আগের অবস্থায় ফিরে যাওয়ায়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অফিসের নির্দেশে তদন্ত চলছে, দ্রুত পুলিশি হস্তক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশা তাদের।খড়্গ্রামের বিএলআরও অফিসের ঘুঘুর বাসায় নজর রাখছে আদর্শ তিতুমীর পত্রিকা।আজ না হয় কাল ভাঙবেই ওই ঘুঘুর বাসা।

Related posts

Leave a Comment