ধৃতরাষ্ট্র দত্তঃ সাহিত্য সৃষ্টির জন্য রাজ্য দেশ বিদেশের ৩৪ টি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। আর তাঁকেই কিনা বেঁচে থাকার জন্য স্কুলে রাঁধুনির কাজ করতে হয়। প্রচন্ড শারীরিক অসুস্থতা নিয়েই জীবন ধারণের জন্য তাঁকে ওই রাঁধুনির কাজ করতে হত। তাঁর উচ্চ রক্তচাপ, শর্করা জনিত রোগ, দুই হাটুতে নিরিপ্লেশমেন্ট হয়েছে। সেই শারীরিক কারণে উনুনের কাছ থেকে সরিয়ে একটু হালকা কাজ চেয়েছিলেন ওই চন্ডাল লেখোয়াড়। চাকরি স্হানান্তরিত করার অনুরোধ নিয়ে বছরের পর বছর এ অফিস থেকে ও অফিসে ছুটে বেড়িয়েছিলেন ওই বর্নঘৃনিত লেখোয়ার। ২০১৪ থেকে ঘুরছে। ৮৬ বার বিকাশ ভবনে হত্যে দিয়েছেন। কেউ…
Read More