চঞ্চল পালঃ তৃণমূলের বনগাঁ-সাংগঠনিক জেলার সভাপতি করা হলো বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে। এর পাশাপাশি সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে শ্যামল রায়কে। স্বাভাবিকভাবেই এই দুই পদ থেকে সরে যেতে হচ্ছে গোপাল শেঠ এবং শঙ্কর দত্তকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।দলকে শুদ্ধিকরণের পথে নিয়ে যাওয়ার কথা অনেকদিন ধরেই বলা হচ্ছিল।

বিশ্বজিৎ বাবুকে সভাপতি করা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল।দেবদাস বলেন “বিশ্বজিৎ দাস বিজেপি বিধায়ক। ওরা কোন লোক পাচ্ছে না তাই বিজেপি বিধায়ককে সভাপতি করেছে৷ কে কত দিতে পারবে তাকেই দায়িত্ব দিতে হবে।”
সোমবার রাজ্যের বিভিন্ন সংগঠনিক জেলা কমিটির যে নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে, শুদ্ধিকরণের ক্ষেত্রে এটা তারই এক নতুন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, বনগাঁ সাংগঠনিক জেলার ক্ষেত্রে সভাপতি হিসেবে গোপাল শেঠের জায়গায় বাগদার বর্তমান তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসকে নতুন সভাপতি করা হয়েছে। অন্যদিকে, শঙ্কর দত্তকে সরিয়ে তার জায়গায় জেলার চেয়ারম্যান করা হয়েছে শেষ বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করা শ্যামল রায়কে। বিশ্বজিৎ দাস বলেন “দল যেটা ভালো মনে করেছে সেটা করেছে৷ আগামী দিন দলকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তোলা হবে।দলীয় সভাপতি ও চেয়ারম্যান বদলের ঘটনায় বনগাঁ তৃনমূলের অন্দরে শুরু হয়েছে জোর কাজিয়া।।