গৌরাঙ্গ সাধুঃ রাজ্যের থানায় থানায় বেশ কিছু পুলিশ কর্তাদের নজীরবিহীন কাজের দরুন বিতর্কে জড়িয়ে পড়ছে খোদ পুলিশ কর্মীরাই। সঙ্কটের সেই গহ্বর থেকে ভাল কাজের মাধ্যমে পুলিশকে উত্তরণের পথ দেখাচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিশের বহরমপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ রাজা সরকার।

বহরমপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ রাজা সরকারের এমন ভাল কাজের কথা জেনে সর্বস্তরের পুলিশ কর্মীদেরই গৌরববোধ হবে। ইন্সপেক্টর রাজা সরকারের এমন ভাল কাজ পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কর্মীদের প্রেরনাশক্তি যোগাবে। ইন্সপেক্টর রাজা সরকারের কোন কাজ পুলিশ ও সাধারণ মানুষকে উজ্জীবিত করবে?

দিন কয়েক আগে বহরমপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ রাজা সরকারের কাছে গোপন সূত্রে খবর আসে,একটি মারুতি গাড়িতে করে প্রচুর পরিমাণে ফেন্সিডিল বাংলাদেশে পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই এক মুহুর্ত সময় নষ্ট না করে আইসি রাজা সরকার হানা দিয়ে পাঁচ হাজার বোতল ফেন্সিডিল সহ পাচারকারীদের হাতে নাতে ধরে ফেলে।

এছাড়াও বহরমপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১২ রিভলবার ও ২০ কার্তুজ সহ বেশকিছু তাজা বোমা উদ্ধার করেন। এবং অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত বেশ কয়েকজন দাগি দুস্কৃতিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছেন।

নিষ্ঠা ও সত্যের প্রতি দায়বদ্ধ থাকলে ইন্সপেক্টর ইনচার্জ রাজা সরকারের মত এমন ভাল কাজ করা পুলিশের কাছে অসম্ভব নয়। তাই সমস্ত পুলিশ কর্মীদেরই হতে হবে বহরমপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ রাজা সরকারের মত কাজের প্রতি আন্তরিক ও নিষ্ঠাবান।