কোতয়ালী থানা ও কৃষ্ণনগর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের দক্ষতায়
গৌরাঙ্গ সাধুঃ কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার ঈশানি পালের তৎপরতায় বড় ধরনের সাফল্য পেল কৃষ্ণনগর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, বাংলাদেশে পাচার হওয়ার মুখেই ৬০০০ বোতল ফেন্সিডিল সহ লড়ি ও অল্ট্রো গাড়ি আটক হলো কৃষ্ণনগর জেলা পুলিশের কোতয়ালী থানা ও স্পেশাল অপারেশন গ্রুপের দক্ষতায়।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। পাশাপাশি বাংলাদেশে ফেন্সিডিল পাচার করার সময় ৪ পাচারকারীকেও হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে ফেন্সিডিল ভর্তি লড়িটি পালাচ্ছিল। পুলিশ লড়িটির পিছনে তারা করে মা তারা হোটেলের কাছে লড়িটি আটক করে। তল্লাশি চালিয়ে বৈধ কোনও কাগজপত্র না পাওয়ায় পরেই পুলিশ আটক করে লড়িটিকে। লড়ির মধ্যে থাকা ৬০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

এই পুলিশি সাফল্যে এলাকার মানুষের মধ্যে খুশির হাওয়া। কৃষ্ণনগর জেলা পুলিশের সুপার হিসেবে মেধাবী আইপিএস ঈশানি পাল যোগ দেওয়ার পরেই কৃষ্ণনগর জেলা পুলিশে কাজের গতি বাড়ে। কৃষ্ণনগর জেলা পুলিশের আওতায় থাকা সমস্ত থানা গুলিও অপরাধ দমনে কঠোর পদক্ষেপ করছে।

পুলিশ সুপার নিজে উদ্যোগ নিয়ে বহু খোয়া যাওয়া মোবাইল ফোন, মোটরসাইকেল উদ্ধার করে নজির স্থাপন করেছেন।

অপরাধ দমনে রানাঘাট জেলা পুলিশ ও কৃষ্ণনগর জেলা পুলিশ সমানতালে কাজ করে চলেছে।