বৃতি সুন্দর রায় ও গৌরাঙ্গ সাধুঃ গ্রাম প্রধানের দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেছিলেন। তার জেরেই চরম শাস্তি পেতে হল সাংবাদিককে। স্যানিটাইজার ঢেলে গায়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩৭ বছরের সাংবাদিক ও তাঁর এক বন্ধুর। ঘটনা লখনৌয়ের বলরামপুর জেলার। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন গ্রাম প্রধানের ছেলে। পুলিশ জানিয়েছে, বলরামপুরের কালওয়ারি গ্রামের কাছ থেকে সাংবাদিক রাকেশ সিং নির্ভীক ও তাঁর সহকর্মী বন্ধু পিন্টু শাহুর ঝলসানাে দেহ উদ্ধার হয় গত সপ্তাহে। পিন্টুর শরীরে প্রাণ ছিল না। তবে বেঁছে ছিলেন নির্ভীক। তাঁকে লখনৌয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা…
Read More