সৌরভ চক্রবর্তীঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীনে রাজ্য সরকারের ১১ বছরের উন্নয়নের খতিয়ান মানুষের মধ্যে তুলে ধরতে সারা রাজ্য জুড়ে কর্মসূচি শুরু হয়েছে।

আজ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ২ ব্লকে উৎযাপন হলো উন্নয়নের এগারো বছর “মানুষের পাশে মানুষের সাথে”।গত এগারো বছরের উন্নয়নের যে ধারা চলে আসছে বিভিন্ন প্রকল্পের যেমন কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প,সবুজসাথী,স্বাস্থ্যসাথী,লক্ষী ভান্ডার ইত্যাদি।

এগুলিকে আগামীদিনে আরো বেশি সংখ্যক মানুষের কাছে যাতে পৌঁছাতে পারে তার জন্য দুয়ারে সরকার পাড়ায় সমাধান জাতীয় প্রকল্ল্পগুলো নিয়ে সর্বাঙ্গীন আলোচনা ও প্রচারমূলক অনুষ্ঠানের কর্মসূচি চলছে।

আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন রবি আলম চৌধুরী (বিধায়ক,৭০ রেজিনগর বিধানসভা),প্রধান অতিথি ছিলেন প্রভাত চ্যাটার্জি (মহকুমা শাসক সদর বহরমপুর)মুখ্য অতিথি ছিলেন শাহানাজ বেগম (কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ)বিশেষ অতিথি ভারপ্রাপ্ত কর্মকর্তা শক্তিপুর থানা ও রেজিনগর থানা। জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, সকল গ্রাম পঞ্চায়েতের প্রধানমণ্ডলী সকল দপ্তরের অধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বয়ং অংশুমান দত্ত (বি ডি ও, বেলডাঙ্গা ২ ব্লক), জুলেখা খাতুন (সভাপতি, বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতি)।